ঝিনাইদহ সরকারী কেসি কলেজে ভেষজ বাগান ‘ নিসর্গ ’ এর উদ্বোধন
1 min readঝিনাইদহ সরকারী কেসি কলেজের একাডেমীক ভবনের ছাদে ভেষজ বাগান ‘ নিসর্গ ’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে এ বাগানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম।
এসময় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আছাদ-উজ-জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর রোজিনা পারভীন, প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক রহমত আলী সহ কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ছাদে একটি বৃক্ষের চারা রোপন করেন কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম। পরে তারা ছাদে গড়ে তোলা বাগান পরিদর্শন করেন।
প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও কৃষি শিক্ষা বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রভাষক রহমত আলী জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় কলেজের একাডেমীক ভবনের ছাদে ভেষজ বাগান গড়ে তোলা হয়েছে। এই বাগানের নাম দেওয়া হয়েছে ‘নিসর্গ’। এই বাগানে বর্তমানে ৭৫ প্রজাতির ভেষজ গাছ রয়েছে। পর্যায়ক্রমে কলেজের অন্যান্য ভবনের ছাদেও সম্প্রসারিত হবে এই বাগান।
তিনি আরো জানান, কৃষি শিক্ষা বিভাগের ব্যবহারিক নানা বিষয় এখানে শেখানো হবে। তারা নতুন নতুন ভেষজ বৃক্ষের সাথে পরিচিত হবে।