ঝিনাইদহে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল

ঝিনাইদহে অবরোধ সমর্থনে বিএনপির মিছিল

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। সকালে যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু ও মীর ফজলে এলাহী শিমুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের আরাপপুর থেকে শুরু হয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে নাশকতার আশংকায় শৈলকুপা উপজেলা থেকে আব্দুল বারী নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানিয়েছেন।