ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
1 min read‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজন দিবস টি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী বালক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসাদুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের অধিকার। তাই প্রতিটি মানুষের সাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে।