Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1 min read

ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক ইত্তেফাক’র ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার সকালে এ উপলক্ষে প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারী কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।পরে প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি প্রফেসর ড. বিএম রেজাউল করিম বলেন, ইত্তেফাক এখনও তুলনাহীন। আমরা গর্ববোধ করি এই পত্রিকাটি নিয়ে। আমাদের স্বাধীনতা সংগ্রামে মানুষকে দিনে দিনে উদ্বুদ্ধ করেছিল। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া নেপথ্যে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার দিকে এগিয়ে নিতে প্রেরণা যুগিয়েছিলেন। এজন্য তাকে জেল-জুলুম ও অত্যাচার সহ্য করতে হয়েছিল।

জেলা বারের নব-নির্বাচিত সভাপতি খান আখতারুজ্জামান বলেন, দৈনিক ইত্তেফাক সংবাদ পত্র জগতে মহিরূহ। ভবিষ্যতেও মহিরূহ হয়ে থাকবে বলে আমরা আশা করি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক’র ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল কুমার সাহা।
আলোচনা সভা আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাইফুল মাবুদ, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *