Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে এতিম শিশুরা পেল ঈদের পোশাক

1 min read

ঝিনাইদহ নিউজ:

ঈদে নতুন পোশাক সবারই পরতে ইচ্ছা করে। এজন্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এতিমখানার শিশুদেও দেওয়া হলো ঈদের নতুন পোশাক। ঝিনাইদহের কালীগঞ্জে এতিমখানার অসহায় শিশুরা পেলো ঈদের নতুন পোশাক।

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে ৩২ জন এতিম শিশুর মাঝে এ পোশাক, টুপি ও আতর বিতরন করা হয়। পরে এতিমখানায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, গ্রুপের এডমিন আব্দুর রউফ, ক্রিয়েটর এডমিন সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ, এডমিন পারভেজ হাসানসহ গ্রুপের সকল মডারেটররা।

২০১৮ সালের ২৪ এপ্রিল ফেসবুকে আত্মপ্রকাশ করে গ্রুপটি। গত এক বছরে কালীগঞ্জ শহরে রক্তদান, বৃক্ষরোপণ, অসহায় ও দুস্থদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে এলাকায় সুনাম অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *