ঝিনাইদহে কুপিয়ে পান ব্যবসায়ীর টাকা ছিনতাই
1 min readঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে সোহরাব হোসেন (৩৩) নামে এক পান ব্যাবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত সোহরাব হোসেন হাটবাকুয়া গ্রামের শরিফুল লস্কারের ছেলে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। বাজারের লোকজন উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত সোহরাব হোসেন জানান, রাতে তিনি বালিয়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
এ সময় এলাকার ৮/৯ জনের একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে পান বিক্রির ১লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অচেতন অবস্থায় পড়ে থাকা সোহরাবকে বাজারের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।