Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে ঘোড়শাল ইউনিয়নের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

1 min read

images

ঝিনাইদহের সদর উপজেলার পাকাই গ্রামে আব্দুল আজিজ (৫৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজ ঘোড়শাল ইউনিয়নের পাকাই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে। এছাড়া সে স্থানীয় বাজারের একজন ভূষীমাল ব্যবসায়ী।

নিহত আজিজের ভাই আব্দুল বাতেন জানান, সোমবার বিকালে তার ভাই আজিজ বাইসাইকেল যোগে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তায় সাইড দেওয়া নিয়ে স্থানীয় কিছু ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এরপর রাত ৯ টার দিকে খাবার খেয়ে পাকাই গ্রামের রাস্তায় হাটতে বের হলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজ নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। নিহত আজিজের মৃতদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে রয়েছে। কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

তারেক মাহমুদ, ঝিনাইদহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *