ঝিনাইদহে ছেলে কে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের করুন মৃত্যু হয়েছে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টায়। বৈডাঙ্গা গ্রামের সোলাইমান মিয়ার ছেলে সামিউল্লাহ (২) সকালে ঘরের পাশে খেলতে গেলে বিদ্যুৎ লাইনের তার ঘরের টিনের সাথে লিক থাকায় শিশুর শরিরে বিদ্যুৎ স্পর্শ করে এবং সাথে সাথে বিদ্যুৎ এ পরিনিত হয় সামিউল্লাহর শরির। সন্তানের আওয়াজে মা ফরিদা খাতুন (২৫) ঘরের বাইরে যেয়ে দেখে সামিউল্লাহকে তারের সাথে আটকে থাকতে, সে সময় সন্তানকে বাঁচাতে গিয়ে ঘরে টানা দেওয়া জি আই তারে আটকে যায় মা ফরিদা, ঘোটনা স্থলে মারা যায় ফরিদা খাতুন (২৫) সামিউল্লাহর দাদা ইসমাইল মিয়া অশ্রু ভেজা চোখে জানান ছেলেকে বাঁচাতে গিয়ে পুত্রবধুকে কে হারাতে হল। শিশুটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছে।