ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত
1 min readঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।বৃহস্পতিবার ঝিনাইদহ সদর উপজেলার কলামনখালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের লিটন ও নাজীমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জের বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন-কলামনখালী গ্রামের কলিম হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫), ছবেদ আলীর ছেলে আবু হাশেম (৩৬), কাশেম (৪০), নাজিম উদ্দিন (৩০) ও ইসলাম উদ্দিন (৪৫), আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন (৩৩), হাজের আলীর ছেলে আলী বকস (৬০) ও তার ছেলে সরওয়ার (২৭), আফজাল বিশ্বাসের ছেলে মিসরুল (৩০), আবেদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৩৩) ও রাজেয়া খাতুন (৪১)সহ ১৫ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।