ঝিনাইদহে জামায়াত নেতাকর্মীসহ আটক ৩৬
1 min readঝিনাইদহে নাশকতার অভিযোগে জামায়াতের ৬ নেতাকর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজাবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে শহরের হামদহ কাঞ্চনপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। নাশকতার পরিকল্পনা করার সময় সেখান থেকে ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।
জেলার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে আরো ৩০ জনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।