Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে টিউবওয়েলের পানি নিয়ে গুজব

1 min read

ঝিনাইদহ নিউজ: যুগ যুগ ধরে চলে আসা সামাজিকভাবে প্রচলিত অনেক কুসংস্কার যা শিক্ষিত সমাজও দূরে ঠেলে দিতে পারেনা একমাত্র মানসিক অন্ধত্ব বা দ্বিধাবোধ থেকেই এসবের প্রচলন হয়ে থাকে।

এমনই একটি ঘটনা জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর সড়কের ভিখের মোড় নামক স্থানে মেহগনি বাগানের ভেতর একটি টিউবওয়েলের পানি পান করলেই সব রোগ থেকে মুক্তি পাচ্ছেন মানুষ।

এমন গুজব চারিদিকে ছড়িয়ে পড়লে সেখানে প্রতদিন হাজার হাজার মানুষ যাচ্ছে পানি সংগ্রহ করার জন্য।

সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে একটি নলকূপ স্থাপন করা আছে। স্থানীয় লোকজন জানান, নলকূপটি ২নং মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল স্থাপন করেছেন।

কে বা কারা গুজব রটনা করেছে এই নলকূপের পানি পান করলে সব রোগ নিরাময় হয়ে যাচ্ছে। কারো রোগ ভালো হয়েছে এমন সঠিক তথ্য পাওয়া যায়নি।

অনেক দূর থেকে গভীর রাত্রেও সেখানে লোকজন আসছে এবং পানি সংগ্রহ করছে। জানা যায়, অনেক মহিলা এবং পারিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দূর থেকে এখানে আসছে।

কিন্তু স্থানটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক, একজন জানান, তিনি দীর্ঘদিন প্যারালাইজড রোগে ভুগছেন এই নলকূপের পানি পান করে রোগমুক্তি হবে ভেবে তিনি সেখানে যান এবং পানি পান করেন।

কিন্তু এতে তার কোনো রোগ নিরাময় হননি বলে জানান। এই বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা খাতুন জানান, বিষয়টা আমি শুনেছি ভিত্তিহীন ও আমি তদন্ত টিম পাঠাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *