ঝিনাইদহে নিখোঁজ মহিলার লাশ সেপটিক ট্যাংকে
1 min readঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর আনোয়ারা বেগম (৪৪) নামে এক মহিলার লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার ইফতেখারুল আলমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম একই এলাকার প্রতিবেশি আব্দুর রহিম মহুরীর স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসির সংবাদের ভিত্তিত্বে উপশহর পাড়ার ইফতেখারুল আলমের বাড়ির সেফটি ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার কানিজ জাহান উপস্থিত ছিলেন।
নিহতর স্বামী আব্দুর রহিম মহুরী জানান, গত তিনদিন ধরে তার স্ত্রী নিখোঁজ ছিল। এ ব্যাপারে তিনি সন্ধানের দাবীতে মাইকিংও করেন। তবে পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রতিবেশিরা মনে করছেন
তারেক মাহমুদ
ঝিনাইদহ।