ঝিনাইদহে বজ্রপাতে বাবা ও ছেলে নিহত, আহত আরোও ৩জন
1 min readঝিনাইদহ নিউজ:
কাজের সন্ধানে বেরিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে বাবা ও ছেলে দুজনেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোও ৩জন । নিহত দুই শ্রমিক হলো বাবা নুর ইসলাম মৃধা(৭০) ও তার ছেলে খাইরুল ইসলাম(৪২) । তাদের বাড়ি পাবনা জেলার চাটমহোর উপজেলায় বলে জানা গেছে । তারা দুজন সহ ৫জন শ্রমিক শৈলকুপার আনন্দনগর গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই বজ্রপাতে বাবা ও ছেলে মারা যায় । এসময় আরো ৩জন আহত হয়েছে । তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলো পাবনার চাটমোহর উপজেলার নিজাম উদ্দিন(৬৮), শৈলকুপার উপজেলার আনন্দনগর গ্রামের দামি মালিথা(৫০) ও তার ভাতিজা সাব্বির আহমেদ(১৬) ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানিয়েছেন নিহত দুজন বাবা ও ছেলে । তারা শ্রমিকের কাজ করতে শৈলকুপা আনন্দনগর গ্রামে এসেছিল। ধানক্ষেতে বজ্রপাতে ২জনেই মারা গেছে