Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে মহাসমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতিমূলক সভা

1 min read

ঝিনাইদহ নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আগামী ২৫ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকেল ৬টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কালীগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্ঠা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তোতা, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, থানা যুবদলের সভাপতি সাইদুল ইসলামসহ বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, আর ঘরে বসে থাকলে হবে না। আমাদের নেত্রীকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আন্দোলন ছাড়া আমাদের নেত্রীর মুক্তি হবে না। আগামী ২৫ জুলাই বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *