Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান চাষী নিহত

1 min read
ঝিনাইদহে শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান চাষী নিহত

ঝিনাইদহে শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পান চাষী নিহত

 

ঝিনাইদহ নিউজ ডেস্ক –
ঝিনাইদহে শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জালাল সরদার (৪৫) নামের এক পান চাষী নিহত হয়েছে। আজ রোববার ভোরে শহরের সরকারী কেসি কলেজের পাশে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে জখম করে। মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, জেলার সদর উপজেলার হলিধানী কাশিমপুর গ্রামের তফিজ সরদারের ছেলে পান চাষী জালাল সরদার ঝিনাইদহ হাটখোলা থেকে আজ ভোর ৫টার দিকে পান বিক্রি করে বাইসাইকেলে করে বাড়ী ফিরছিল। পথিমধ্যে শহরের সরকারী কেসি কলেজের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তার পথ গতিরোধ করে । একপর্যায়ে ধস্তধস্তির সময়ে তাকে উপর্যুপরি ছুরকাঘাত করে আহত করে। এসময় তার সাইকেল, টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে সে ফরিদপুর নিয়ে ভর্তি করার সময়ে কিছুক্ষন পরেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।এ ব্যাপারে থাানায় মামলার প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *