ঝিনাইদহে স্কুলছাত্রীসহ দুজন নিহতে চালককে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলায় মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় ব্যানার ফেস্টুন হাতে ছাত্রী-শিক্ষকদের সাথে এলাকাবাসীরাও এতে অংশ নেয়। মানববন্ধন থেকে মাইক্রোবাসের চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
চালক জিনারুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুরের বাসিন্দা।
প্রসঙ্গত, গত ২৯ মে সকালে ঢাকা থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস পথচারী স্কুলছাত্রী তাসমিয়া ও সাইকেল আরোহী ইমামুলকে ধাক্কা দেয়। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।