ঝিনাইদহে সড়কে ঝরল যুবকের প্রাণ
1 min readঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের হলিধানী কমিউনিটি ক্লিনিকের সামনে সড়ক দুর্ঘটনায় রমিজ মিয়া (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার হলিধানী বাজার পাড়ার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, সদর উপজেলার হলিধানী কমিউনিটি ক্লিনিকের সামনে বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন রমিজ মিয়া। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।