ঝিনাইদহে হেব্বি গ্রুপের আয়োজনে বৃদ্ধাশ্রমে ঈদ বস্ত্র বিতরণ
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহে বৃহস্পতিবার হেব্বি গ্রুপের আয়োজনে রাহমা সেন্টার বৃদ্ধাশ্রমে অসহায় নারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাহমা সেন্টারের পক্ষে ফজল মাহমুদ ও মাহবুবুর রহমান।অন্যদিকে হেব্বি গ্রুপের প্রধান জাহান লিমন সহ এডমিন বৃন্দ উপস্থিত ছিলেন।
হেব্বি গ্রুপ হল একটি অন লাইন ভিত্তিক সংগঠন, যাহারা সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাক্তি উদ্যোগে নিজেদের ছোট ছোট সঞ্চয় কে সমাজের দরিদ্র ও পথ শিশুদের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। হেব্বি গ্রুপের এডমিন বৃন্দ বলেন আমরা আত্মার শান্তির জন্য এসকল অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ায়, তাই আমাদের উদাত্ত আহবান সমাজের সকল সামর্থ্যবানদের প্রতি, তারা যেন নিজ নিজ জায়গা থেকে তাদের সামর্থ্য অনুযায়ী এসমস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ায়। ঈদ সামগ্রী পেয়ে রাহমা সেন্টারের বৃদ্ধা মায়েরা আনন্দে অশ্রু ফেলে এবং কিছু সময়ের জন্য যেন তারা আপন জনের সান্নিধ্যের সাধ পান। পরিশেষে বৃদ্ধা অসহায় মায়েরা হেব্বি গ্রুপের সকল এডমিনদের জন্য মন খুলে দুয়া করেন এবং তাদের উদ্যোগকে স্বাগত জানান।