Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ

1 min read
ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ

ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ

ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ
ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণে ব্যাপক ঘাপলাবাজীর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ওজনে চাল কম দেওয়া নিয়ে সুবিধাভোগীরা বিক্ষোভ মিছিল করে ৩ জনকে আটকে রাখে। এ সময় ডিলার আমিরুল ইসলাম মন্টু পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই বদিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম ও খাদ্য কর্মকর্তা হাসান মিয়া। স্থানীয় ওয়ার্ড মেম্বর ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান মোকাদ্দেছ অভিযোগ করেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মঙ্গলবার ৩০৯ জনকে ১০ টাকা কেজি দরের চাল দেওয়া হচ্ছিল। Image result for ঝিনাইদহে ১০ টাকা কেজির চালে ওজনে কম, বিক্ষোভ

শুরু থেকেই ডিলার আমিরুল ইসলাম ও তার ছেলে শামিম হোসেন এবং ওজনকারী আব্দুর রাজ্জাক ৩০ কেজির পরিবর্তে ১৫ কেজি থেকে সর্বোচ্চ ২৮ কেজি করে চাল দিচ্ছিল। অথচ তাদের কাছ থেকে আগেই ৩০ কেজি হিসেবে ৩০০ টাকা গ্রহণ করা হয়। ওজনে চাল কম দেওয়ার কারণে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিলসহ তিনজনকে আটকে ফেলে। খবর পেয়ে স্থানীয় নারিকেল বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই বদিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের আসমানী ও চামেলি খাতুন জানিয়েছেন তারা ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল পেয়েছেন। অথচ তাদের কাছ থেকে ৩০ কেজির টাকা জমা নেওয়া হয়। একই অভিযোগ করেন চুটলিয়ার নুরুন্নাহার বেগম। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম জানান, তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া ট্যাগ অফিসার শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া জানান, ওজনে কম দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। আমরা দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি। তিনি আরো জানান, আমি উপস্থিত থেকে ২২২ জনকে চাল দিয়েছি। বাকি ৮৭ জনকে বুধবার দেওয়া হবে। উল্লেখ্য, জেলার বিভিন্ন ইউনিয়নে ৩০ কেজির পরিবর্তে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *