ঝিনাইদহে ১৩ মামলার আসামী অস্ত্রসহ গ্রেফতার
1 min read
১৩ মামলার এক পলাতক আসমীকে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
আাসামীর পরিচয় আসামি আব্দুল হালিমকে (৪৬)। সে কোটচাঁদপুর উপজেলার জমির উদ্দিনের ছেলে। আব্দুল হালিম কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মেম্বর।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় ১০ হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।