ঝিনাইদহে ২ জামায়াত কর্মীসহ ২৪ জন আটক
1 min readবিভিন্ন মামলায় ঝিনাইদহে দুই জামায়াত কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোররাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত রিপন হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের আমিন আলীর ছেলে জামায়াত কর্মী তৌহিদ আলী (৪৫) ও একই গ্রামের বিশারত আলীর ছেলে মজিবর রহমানকে (৫০) আটক করা হয়েছে। এছাড়াও সদর উপজেলা থেকে ৮ জন, শৈলকুপা ৩ জন, কালীগঞ্জ থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ২ জন ও মহেশপুর উপজেলা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটক ব্যক্তিদের নামে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।