ঝিানাইদহে চাঁদা না দেওয়ায় পুকুর খনন কাজ বন্ধ
1 min readঝিনাাইদহ নিউজ:
ঝিনাইদহে চাঁদা না দেওয়ায় পুকুর খনন কাজে বাধা প্রদান করছে এলাকার সন্ত্রাসীরা।ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার ধোপাবিলা বারোকোদাল পাড়া গ্রামে। এই ঘটনায় মনিরুল ইসলাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় আমাজাদ হোসেন ও আব্দুর রাজ্জাক এর নামে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, ওই গ্রামের দুই নাম ধারি সন্ত্রাসীর মনিরুল ইসলামকে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবী করে আসছে।
অভিাযোগে জানা যায়, মনিরুল ইসলাম মাছ চাষ করার জন্য তার নিজ পুকুর খনন কাজ করতে থাকে। এ সময় ওই গ্রামের আমাজাদ হোসেন ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। মনিরুল চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা পুকুর খনন কাজে বাধা দেয় এবং কাজ বন্ধ করে দেয়।
এই ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মনিরুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডাইরী করে যার নম্বর ২০২৫।
এই ঘটনায় অভিযুক্ত আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাক এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন টি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, মনিরুল ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।