টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা
1 min readঝিনাইদহ নিউজ: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলায় নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট, কালভার্ট ও ফসলী জমি। সড়ক পানিতে তলিয়ে থাকায় বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সারাদেশের সড়ক যোগাযোগ।
টানা ১০ দিনের প্রবল বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জেলা সদরের বেশ কয়েকটি নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্তদের সহায়তায় খোলা হয়েছে ১৩১টি আশ্রয়কেন্দ্র। কেরাণীহাটের বড়দোয়ার এলাকায় রাস্তা তলিয়ে যাওয়ায় ৬দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ। পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে, টানা এক সপ্তাহের বৃষ্টিতে খাগড়াছড়ির মাইনী নদীর পানির ঢলে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ এবং ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষিজমি। পানিবন্দি হয়ে পড়েছেন ১৫ হাজার মানুষ।
শনিবার বিকেল থেকে রাঙ্গামাটিতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরইমধ্যে পৌরসভা, লাইল্যাগোনাসহ বেশ কয়েকটি এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাতে রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ি সড়কের মাটি সরে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির্পূণ হয়ে উঠেছে।