দর্পণ ঝিনাইদহের উদ্যোগে প্রায় দুই শতাধিক পথচারী ও বস্তিবাসীদের মাঝে ইফতার বিতরণ
1 min readদর্পণ ঝিনাইদহ একটি সুপরিচিত নাম। ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র দর্পণ ঝিনাইদহ। সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চোখে পড়ার মতো অবাধ বিচরণ। সে লক্ষ্যে করোনা দুর্যোগের মধ্যে আটকে পড়া মানুষের কথা ভেবে ও রমজান মাস উপলক্ষে বিভিন্ন নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি ও ঘর ফিরতি প্রায় দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার সামগ্রী ঘরে ঘরে ও পথচারীদের হাতে হাতেপৌঁছে দেয়ার সার্বিক সহযোগিতায় ছিলেন মোনালি বিশ্বাস সভাপতি, দর্পণ ঝিনাইদহ, অমিয় মজুমদার অপু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দর্পণ ঝিনাইদহ,মিঠুন বসু কোষাধক্ষ্য, দর্পণ ঝিনাইদহ, জান্নাতুল ফেরদৌস সদস্য দর্পণ ঝিনাইদহ, রাকিবুল ইসলাম সদস্য দর্পণ ঝিনাইদহ।
ইফতার সামগ্রী বিতরণকালে অমিয় মজুমদার অপু বলেন, দর্পণ ঝিনাইদহ সব সময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তারই অংশ হিসেবে রমজান মাসে করোনা দুর্গত মানুষের জন্য সীমিত সামর্থের মধ্য দিয়ে ইফতার সামগ্রী হাতে হাতে পৌঁছে দিচ্ছে।
আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহ।