ধোপাঘাটা এলাকার পান ব্যবসায়ীর বাড়ীতে আগুন
1 min readঝিনাইদহের ধোপাঘাটা ব্রিজ এলাকার পানের হাট সংলগ্ন একটি তিন তলা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর তিন টার দিকে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী সাদিক জানান দুপুরে পান ব্যবসায়ী রাহাজ এর বাড়ীতে তিন তলার ছাদের রান্না ঘর থেকে হঠাৎ এই আগুন লাগে। অসাবধানতার কারনে ছাদের একটি অংশে রাখা বাশ ও শুকনা খড়িতে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আমাদের আগুন নেভাতে হিমসিম খেতে হয়। পরে আগুন নিয়ন্ত্রন অফিসে খবর দিলে তারা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে বাড়ীর ও আশপাশের লোকজনদের তেমন কোনো ক্ষতি না হলেও এলাকায় আতংক ছড়িয়ে পরে।