Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

নগত টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি

1 min read
নগত টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি

নগত টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি

নগত টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি
নগত টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি

ঝিনাইদহের কালীগঞ্জে বাসা বাড়ি থেকে নগত ৩ লাখ টাকা, ১০ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার পল্লাদ মন্ডলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পল্লাদ মৃত পরিতষ মন্ডলের ছেলে।

পল্লাদ মন্ডল জানান, গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ব্যবসার নগত ৩ লাখ টাকা, স্ত্রী ও মায়ের ব্যবহৃত ১০ ভরি সোনার গহনা, মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায়। এ ঘটনায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে জানান এ প্রতিবেদককে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ হাসান
কালীগঞ্জ ঝিনাইদহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *