নাশকতার মামলায় জামায়াত শিবিরের ২১ নেতা কর্মী গ্রেফতার
1 min read
নাশকতার মামলায় ঝিনাইদহের ৬ উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। সেসময় শৈলকুপা উপজেলা থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন, মহেশপুরে ৪ জন এবং কালীগঞ্জ ও সদর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নামে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।