Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

নিপুণ আঁচড়ে গড়ে উঠছে প্রতিমা

1 min read
নিপুণ আঁচড়ে গড়ে উঠছে প্রতিমা

নিপুণ আঁচড়ে গড়ে উঠছে প্রতিমা

নিপুণ আঁচড়ে গড়ে উঠছে প্রতিমা
নিপুণ আঁচড়ে গড়ে উঠছে প্রতিমা

আর মাত্র কিছু দিন পরই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঝিনাইদহের ৬ উপজেলার সাড়ে তিন শতাধিক মন্দিরে চলছে প্রতিমা বানানোর ধুম। প্রতিমা শিল্পীর নিপুণ কারুকার্যে তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও অসুরের মূর্তি। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা ৩০ হাজার থেকে দুই লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

প্রতিমা শিল্পী সুমন পাল জানান, সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু সে অনুপাতে বাড়েনি প্রতিমা শিল্পীদের মুজুরি।

এ বছর ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় সুমন পালের ১৫টি প্রতিমার তৈরির অর্ডার রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্ডারকৃত প্রতিমাগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

অপর এক শিল্পী জানান, সারা বছর ধরে তারা এই সময়ের জন্য অপেক্ষায় থাকে। তারা বংশ পরম্পরায় প্রতিমা নির্মাণ করেন। কোনোটার কাজ ৩০ ভাগ আবার কোনোটার কাজ ৭০ ভাগ শেষ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *