Wed. Oct 30th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

পুরুষের রোগ হাইড্রোসিল

1 min read

male_hydrocele

হাইড্রোসিল পুরুষের রোগ। প্রতি ১০ জন পুরুষ শিশুর মধ্যে প্রায় একজনের হাইড্রোসিল থাকে। পুরুষদের ৪০ বছরের পর অণ্ডথলিতে প্রদাহ বা আঘাতের কারণে হাইড্রোসিল হতে পারে। ব্যথাবিহীন ফোলা অণ্ডকোষ হচ্ছে হাইড্রোসিল। এ ক্ষেত্রে এ অঙ্গের দুই আবরণের মাঝে পানিপূর্ণ থলির সৃষ্টি হয়। অধিকাংশের চিকিৎসা ছাড়াই প্রথম বছরের মধ্যে মিলিয়ে যায়। সাধারণত এটি ক্ষতিকর নয়, তবে অণ্ডকোষ ফুলে গেলে অবশ্যই চিকিৎসকের সরণাপন্ন হতে হবে। দেখতে হবে কোনো রোগের কারণে এটি ফুলে আছে কি না। যেমন- টিউমার বা ক্যান্সার। কখনো কখনো হাইড্রোসিলের সঙ্গে হার্নিয়া থাকে। এ ক্ষেত্রে সঠিক চিকিৎসা প্রয়োজন। শারীরিক পরীক্ষা করে হাইড্রোসিল নির্ণয় করা হয়। চাপ দিলে ব্যথা লাগে না, চারপাশের পানির কারণে অণ্ডকোষ হাত দিয়ে অনুভব করা যায় না। চিকিৎসক অণ্ডথলিতে টর্চের আলো ফেলে পরীক্ষা করে, এতে অণ্ডকোষের বাইরে আলোর রেখা দেখা যাবে। যদি চিকিৎসক সন্দেহ করেন হাইড্রোসিল প্রদাহের কারণে হয়েছে তাহলে রক্ত ও প্রস্রাব পরীক্ষা রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে। ইনফেকশন বা টিউমার থেকে সমস্যা হলে সুক্রাণু উৎপাদন ব্যাহত হতে পারে।

তথ্যসূত্র: অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *