পুলিশের বিশেষ অভিযানে ৬২ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
1 min readআসন্ন জেলা পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমুলক কর্মাকান্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে ৬২ জনকে।
উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে দেশীয় তৈরীর ওয়ান শুট্যার গান ও এক রাউন্ড গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে সদর থানার এস আই শাহরিয়ার ও মঞ্জুরুল আলম। বিদ্যুৎ বিশ্বাস সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে।
এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে ২৩ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২৪ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কোটচাঁদপুর থেকে ৩ জন, মহেশপুর থেকে ৪ জন ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় আরও ১ জনকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।