পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ২০
1 min readঝিনাইদহে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্তএই চারটি দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে কালীগঞ্জ- ঝিনাইদহ সড়কের বেজপাড়া নামকস্থানে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সথে ধাক্কায় পিকুল নামের একজন, সদর উপজেলার সাদুহাটি স্কুলের কাছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
এছাড়া বিষয়খালী নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত ও দুপুরে কালীগঞ্জ-যশোর মহাসড়কের রঘুনাথপুর মাঠে যাত্রীবাহি দ্রুতগামী রুপসা বাস সার্ভিসের পলাশ পরিবহন( ঢাকা মেট্রো-ব-১৫১১৭০৯) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।
ঝিনাইদরহন ফয়ার সার্ভিসের উপ পরিচালক রফিকুল ইসলাম জানান আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে কালীগঞ্জ ও ঝিনাইদহসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী।