পোড়াহাটি ইস্তেগাপুর গ্রামে এক জনকে কুপিয়ে হত্যা
1 min readসামাজিক বিরোধর জের ধরে ঝিনাইদহ সদর উপজেলার ইস্তেগাপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন আরও একজন । গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায় নিহত মহল মুন্সী (২৮)ইস্তেগাপুর গ্রামের হাফিজ মুনশীর ছেলে । আহত ব্যক্তি একই গ্রামের মোসলেম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে দিনগত রাত সাড়ে ১২টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সামজিক বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। এলাকায় পুলিশ নিয়োজিত করা হয়েছে। আসামী ধরার চেষ্টা চলছে।