প্রেমঘটিত কারনে প্রেমিক কে বেধড়ক মারপিট: জ্ঞান হারালো প্রেমিকা
1 min readঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত কারনে কৌশলে সংগ্রাম (১৭) নামে এক প্রেমিককে প্রেমিকার বাড়িতে ডেকে এনে বেধড়ক লাঠিপেটা করেছে পরিবারের লোকজন। এঘটনায় প্রেমিকার চাচাতো ভাই মিজান কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। আহত অবস্থায় প্রেমিক সংগ্রাম শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রেমিক সংগ্রাম পাশ্ববর্তী মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীখোল গ্রামের মজিবর রহমানের ছেলে।
আহত সংগ্রাম জানায়, ৩বছর ধরে দামুকদিয়া গ্রামের রতন মিয়ার মেয়ে রিয়া (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ্ওঠে তার। একপযার্য়ে মঙ্গলবার দুপুরে রিয়ার পরিবারের লোকজন তার সাথে কথা বলবে বলে বাড়ীতে ডেকে আনে। পরে ঘরের দরজা বন্ধ করে ৩/৪জন মিলে তাকে লাঠিপেটাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে আহত করে। পরে খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার উপর অমানবিক নির্যাতন দেখে প্রেমিকা রিয়া জ্ঞান হারিয়ে ফেলে। রিয়া মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে । তারা দুজনেই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছে সংগ্রাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রেমঘটিত কারনে সংগ্রাম নামে একটি ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মেয়ের চাচাতো ভাই মিজান কে আটক করা হয়েছে।