Thu. Oct 17th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপে ‘মীনা গেম’

1 min read

বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপে ‘মীনা গেম’

বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপে ‘মীনা গেম’
বাংলাদেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অ্যাপে ‘মীনা গেম’

প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর বাংলাদেশ দপ্তর এদেশের ১৮ বছর কম বয়সী ৩৭ শতাংশ জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে এবং তাদের জন্য সামাজিক-সাংস্কৃতিক পরিবর্তন আনতে প্রথমবারের মতো চালু করেছে ‘মীনা গেম’।

গুগল প্লে স্টোরে গেমটি অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এরপর অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের জন্যও গেমটি তৈরি করা হবে বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় শিশু অধিকারের জন্য অ্যানিমেশন চরিত্র ‘মীনা’ একটি ব্র্যান্ড এবং খুবই জনপ্রিয় একটি আইকন। তাই শিশুরা যেন বিনোদনের মধ্য দিয়ে নিজেদের জন্য কল্যাণকর বিষয়গুলো সম্পর্কে শিখতে পারে সেই সুযোগ এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করবে। ‘মীনা গেম’ নির্দিষ্ট কোনো সমস্যা চিহ্নিত করতে শিশুদের সাহায্য করবে। পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, লৈঙ্গিক সমতা, সুরক্ষা, জরুরি পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে নির্দিষ্ট দক্ষতা অর্জনেও এটি শিশুদের সহায়ক হবে বলে ইউনিসেফ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *