বাউল উৎসব এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min read
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সমরাট ফকির লালন শাহ্ বাউল উৎসব-২০১৭এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে জেলা বাউল সমিতির উদ্যোগে সকালে বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার সন্ধায় শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চ চত্তরে আলোচনা সভা, গুণী শিল্পী সম্মাননা, বাউল ও পালা গান এর ২দিন ব্যাপী উৎসবের ১ম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সিও নির্বাহী পরিচালক ও জেলা বাউল সমিতির আজিবন সদস্য সামছুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ঝিনাইদহ আনসার ও ভিডিপি জেলা কমানডেন্ট আহসান উল্লাহ, পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুর রশিদ,জেলা র্শিপকলা একাডেমী কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা।