বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত
1 min read
ঝিনাইদহ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বেলা ১২ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পবহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, যশোর থেকে কুড়িগ্রামগামী বিআরটিসি’র একটি বাস ঝিনাইদহ শহরের পবহাটি নামকস্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এতে চালক, হেলপার ও বাসের ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে বাস চালক নাজমুল হাসান ও যাত্রী লাবু হোসেন নামের দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।