বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী

“ডায়াবেটিস এর উপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সেসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ ডায়াবেটিস সমিতির সভাপতি তোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, যুগ্ম-সম্পাদক মীর নাসির উদ্দিন, আজীবন সদস্য আমিনুর রহমান টুকু, চিকিৎসক ড: বাহারুল ইসলাম। আলোচনা সভায় ডায়াবেটিস রোগ সর্ম্পকে সচেতনতা সৃষ্টির উপর জোর দেওয়া হয়। পরে বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়।