Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

1 min read
মহেশপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

মহেশপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

মহেশপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
মহেশপুর সীমান্তে কৃষককে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছানোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার পাঁচ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার বিকালে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিকাল ৬টার সময় বিজিবির কাছে হস্তান্তর করে।

এদিন দুপুরে কৃষক ছানোয়ার মহেশপুর উপজেলার সীমান্তের সামান্তা এলাকার মাঠে বাংলাদেশের মধ্যে গরুর ঘাস কাটছিল। এসময় ভারতীয় কুষ্টিঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। ছানোয়ার হোসেন সামান্তা গ্রামের আয়নাল হকের ছেলে।

সংবাদ পেয়ে বিজিবি-৫৮ খালিশপুরের একটি দল ঘটনাস্থলে পৌছে পতাকা বৈঠকের আহবান করে। বিজিবির আহবানে সাড়া দিয়ে বৈঠকে বসে বিএসএফ। বৈঠকের মাধ্যমে কৃষক ছানোয়ারকে ফেরত দেয়।

খালিশপুর বিজিবি-৫৮ এর সিও লেফটেনেন্ট জিল্লুর রহমান ঘটনার সত্যতা সিকার করে জানান, পতাকা বৈঠকে মাধ্যমে তাকে ফেরত আনা হয়েছে।

তারেক মাহমুদ
ঝিনাইদহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *