Sat. Dec 21st, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

মহেশপুরে কৃর্ষি জমি দখল করে গড়ে উঠঁছে অবৈধ্য ইটভাটা পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ

1 min read

মহেশপুরে কৃর্ষি জমি দখল করে গড়ে উঠঁছে অবৈধ্য ইটভাটা পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ

মহেশপুরে কৃর্ষি জমি দখল করে গড়ে উঠঁছে অবৈধ্য ইটভাটা পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ
মহেশপুরে কৃর্ষি জমি দখল করে গড়ে উঠঁছে অবৈধ্য ইটভাটা পোড়ানো হচ্ছে হাজার হাজার মণ কাঠ

সরকারী আইন লঙ্ঘন করে কৃর্ষি জমি দখল করে অবৈধ্য ভাবে চলছে ঝিনাইদহ মহেশপুর উপজেলার অধিকাং ইটভাটা ।পরিবেশ অধিদপ্তরের ছারপত্র ছাড়াই অধিকাংশ ইট ভাটার মালিক লোকালয়ে এমানকি ফসলি জমির উপর অবৈধ্য ভাবে ইট ভাটা নির্মান করে হাজার হাজার মন কাঠ দিয়ে দেদারছে ইট পোরানোর কাজ চালিযে যাচ্ছেন।

ফলে ভাটার কালো ধোয়ায় পরিবেশের ভার সাম্যর উপর মারাত্বক ক্ষতি হচ্ছে , হুমকির মুখে পরছে হাজার হাজার একর ফসলি জমি। মহেশপুর উপজেলায় রয়েছে প্রায় ২০টি ইট ভাটা ,সরকারি নীতিমালায় রয়েছে আধুনিক ইট ভাটা স্থাপন করতে হবে এবং কাঠের পরিবর্তে কয়লা দিয়ে ইট পোরাতে হবে। কিন্তু কয়েকটি ভাটা মালিক তা মানলেও বাকিরা সরকারী আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে পুরাতন ফিট চিমনি পদ্ধতিতে প্রতিদিন হাজার হাজার মন কাঠ দিয়ে ইট পোরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকান্ড আইন থাকলেও অধিকাংশ ভাটার মালিক তা মানছে না।স্কুল,কলেজ, হাসপাতাল এমনকি সড়কের ৩কিলো মিটারের মধ্যে ভাটা স্থাপন সরকারী আইন লঙ্ঘন হলেও অধিকাংশ ভাটার মালিক তা তোয়াক্কা করে না।।ফলে ভাটার বিশাক্ত ধোয়া ,ভাটার কাজে চলিত ফিটনেছ বিহিন গাড়ির ধুলা বালিতে সৃষ্টি হচ্ছে নানা রোগ ব্যধি। সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, ইট ভাটার তৈরি কারনে যেমন আবাদী জমি নষ্ট হচ্ছে, তেমনি ইট পোরাতে ফলজী,বোনজী ওষধি গাছ সহ নানা প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে ।তারা আরও বলেন যেখানে সেখানে ভাটা তৈরির কারনে দিন দিন কৃর্ষি জমি কমে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন ভাটার বিশাক্ত ধোয়া, ধুলা বালিতে পরিবেশের ভার সাম্যর উপর মারাত্বক ক্ষতি হচ্ছে। এবং শিশুরা ফুসফুস জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত বিষয়ে ভাটা মালিক কর্তীপক্ষের সাথে কথা বলতে চাইলে,অনেকে বলেন তারা সরকারী আইন লঙ্ঘন করে অবৈধ ভাবে ভাটা পরিচালনা করছেন,তবে আইন মানতে গেলে কেউ ইট ভাটার ব্যাবসা করতে পারবে না। অনেক ভাটা মালিক পক্ষ ক্যামেরার সামনে কোন কথা না বলার আপুত্তি জানিয়ে বলেন,আমরা প্রশাসনকে মেনেচ করে ভাটা চালাচ্ছি। আপোনারা আমাদের কিছু করতে পারবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান ঝিনাইদহ ঝিনাইদহ নিউজকে, যারা সরকারী আইন লঙ্ঘন করে অবৈধ ভাবে ভাটা পরিচালনা করছে ,ভ্রাম্যমান আলাদতের মাধ্যেমে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *