মুকুট হারালেন এভ্রিল, নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হলেন জেসিয়া
1 min readতথ্য গোপনের অভিযোগে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জান্নাতুল নাঈম এভ্রিলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অযোগ্য বলে ঘোষণা করার পর নতুন বিজয়ীর নাম ঘোষণা করেছেন আয়োজকরা। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে জেসিয়া ইসলাম অংশগ্রহণ করছেন।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন বিজয়ীর নাম ঘোষণা করেন আয়োজকরা। নতুন প্রতিযোগীর নাম ঘোষণা নিয়ে এ সময় বিবি রাসেল বলেন, এ বছর যেহেতু বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো প্রতিযোগী অংশগ্রহণ করছেন তাই আমরা চাইব সেরা প্রতিযোগীই অংশগ্রহণ করুক। যিনি মিস ওয়ার্ল্ড হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।
আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী এদিন আবারও দুই রানার্সআপকে বিচারকদের সামনে হাজির করা হয়। বিচারকরা তাদের প্রশ্ন তাদের নানা প্রশ্ন করেই নতুন বিজয়ী নির্বাচিত করেন।
সংবাদ সম্মেলনে আয়োজকরা আরও জানান, তথ্য গোপনের অভিযোগে জান্নাতুল নাঈম এভ্রিলকে অযোগ্য বলে ঘোষণা করেছেন মিস ওয়ার্ল্ড আন্তর্জাতিক কমিটি।