যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার ডা. কানিজ
1 min readঢাকা এপিবিএন থেকে ঝিনাইদহ সার্কেলে যোগদান করলেন অতিরিক্ত পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহান। মঙ্গলবার সকালে তিনি ঝিনাইদহ সদর, হরিনাকুণ্ডু ও শৈলকুপা (সদর সার্কেলে) অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।
২৫তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ এমবিবিএস, এমপিএস পাস করেছেন। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন, গাজীপুর সদর সার্কেল, র্যাব-৪ ও ময়মনসিংহ সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও প্রথম নারী কনটিন জেন্ট হাইতি মিশনে অংশ নিয়েছেন। ডা. কানিজ হোসেন জাহান পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে এপিবিএনে সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি ঝিনাইদহে প্রথম নারী অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তিনি স্টারমেইল টােয়েন্টিফোর ডটকমকে জানান, এ জেলায় যোগদান করার পর আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবেন। কোথাও কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড, অস্ত্র, মাদক ব্যবসাসহ সকল অপরাধ রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।