র্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক সন্ত্রাসী নিহত
1 min readশহিদুল ইসলাম পচা নামের এক সন্ত্রাসী র্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে। নিহত শহিদুল উপজেলার পারদখলপুর (বরিশখালী) গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে।
শুক্রবার রাত তিনাটর দিকে হরিনাকুন্ডু উপজেলার সিন্দার মাঠ বটতলা নামক স্থানে সে র্যাবের সাথে বন্দুক যদ্ধে নিহত হয়। সেখান থেকে র্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে। রাতেই তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সে দীর্ঘ প্রায় এক মাস ধরে নিখোজ ছিল বলে জানা গেছে।
ঝিনাইদহ র্যাবের কমান্ডার মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত শহিদুল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।