Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার টাকার বাজেট ঘোষনা

1 min read
শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার টাকার বাজেট ঘোষনা

শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার টাকার বাজেট ঘোষনা

শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার টাকার বাজেট ঘোষনা
শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার টাকার বাজেট ঘোষনা

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় ১১কোটি ৭১লাখ ৫৩হাজার ৬’শ৩৭ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম ২০১৬-২০১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষনা করেন। এসময় পৌরসভার সকল কমিশনার ও পৌর-কর্মচারীবৃন্দ উপস্থিতি ছিলেন।

এ গ্রেডের এ পৌরসভায় বাজেটে মোট আয় ধরা হয়েছে ১১কোটি ৭১লাখ ৫৩হাজার ৬’শ৩৭ টাকা, মোট ব্যয় ধরা হয়েছে ১১কোটি ৩৬লাখ ৮০হাজার টাকা।

মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম জানান, সকলের সহযোগীতায়, পৌরসভায় নাগরিক সেবার মান বাড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তিনি বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *