শৈলকুপা বাস চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত
1 min readঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় মোঃ তোয়াজ উদ্দিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার আহসান নগর নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত তোয়াজ উদ্দিন শৈলকুপা ত্রিপাকান্দি গ্রামের মৃত গোপাল মন্ডলের সন্তান।
স্থানীয়ারা জানান মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন বাই সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে কুষ্টিয়া গামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘঠনাস্থলে মারা যায় মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন। মুক্তিযোদ্ধা সংসদ শৈলকুপা ইউনিটের কমান্ডার মনোয়ার হোসেন মালিতা জানান, তোয়াজ উদ্দিন একজন সম্মানী ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন।
শৈলকুপার থানার ওসি তোজাম্মেল হক জানান, একটি দ্রুতগামী বাস বেপোরোয়া গতিতে চালানোর সময় মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।