শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
1 min readঝিনাইদহে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একদল মুক্তিযোদ্ধা। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।
উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা ডা: মেহের আলী। তিনি অভিযোগ করেন, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা বিভিন্ন ধরনের দুর্ণিতী করছেন। অর্থের বিনিময়ে ভূয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন এমনকি রাজাকারদের মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্ত করছেন।
তিনি বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা উদ্দেশ্য প্রণোদিতভাবে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণের অপচেস্টা চালাচ্ছেন। সে সম্প্রতি ১১৮ জনের নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা তৈরী করে। উল্লেখ্য, ঐ তালিকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও থানা মুক্তিযোদ্ধা কামন্ডারের কোন স্বাক্ষর নেই।