Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রা জুয়া লটারী, শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার মধ্যেই নগ্ন নৃত্য-যাত্রা চলছে কিভাবে ?

1 min read
শৈলকুপায় আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রা জুয়া লটারী, শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার মধ্যেই নগ্ন নৃত্য-যাত্রা চলছে কিভাবে ?

শৈলকুপায় আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রা জুয়া লটারী, শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার মধ্যেই নগ্ন নৃত্য-যাত্রা চলছে কিভাবে ?

শৈলকুপায় আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রা জুয়া লটারী, শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার মধ্যেই নগ্ন নৃত্য-যাত্রা চলছে কিভাবে ?
শৈলকুপায় আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রা জুয়া লটারী, শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষার মধ্যেই নগ্ন নৃত্য-যাত্রা চলছে কিভাবে ?

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি: আনন্দ মেলার নামে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অশ্লীল যাত্রা, জুয়া ও লটারী শুরু হয়েছে । গত বৃহস্পতিবার থেকে এটি শুরু হয়েছে। শেখপাড়ার পাশে রতিডাঙ্গাা গ্রামের মধ্যে নদীর ধারে চর এলাকায় পশুর হাটের নামে কিভাবে প্রশাসন যাত্রার অনুমতি দিয়েছে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহল। গত এক মাস আগেই নাটোর থেকে পদ্মা ওপেরা নামে সেখানে যাত্রাপালা আনা হয়, এতে ১৪টি মেয়ে ও অন্যান্য কলাকুশলী রয়েছে ।

চাঁদামারি ট্রলার ঘাটে পশুহাটে আনন্দ মেলার নামে সুকৌশলে এটা আনা হয়েছে। ঝিনাইদহ জেলা জুড়ে যখন জামায়াত-মৌলবাদ, জঙ্গী, সন্ত্রাসীদের বিরুদ্ধে জোর অভিযান চলছে। দেশ কাপানো জঙ্গীরা যখন এ জেলায় থেকেছে বিভিন্ন সময়ে, একের পর এক খুন হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা কারণে জেলাটি স্পর্শকাতর হিসাবে বিবেচিত। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তৎপর প্রশাসন।

এ অবস্থায় ইসলামী বিশ্ব বিদ্যালয়ের পাশে, জামাত-শিবির অধ্যুষিত এলাকায় এই যাত্রা, মেলায় নাশকতা ঘটতে পারে বলেও অনেকের আশংকা জুয়া-যাত্রার ফলে“এলাকায় চুরি-ছিনতায় বেড়ে গিয়েছে। লটারীর নামে গ্রামীণ অর্থনীতিতে ধ্বস নামার প্রক্রিয়া চলছে। পুরষ্কারের লোভে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘরের জমানো স্বল্প পুজি সেখানে ঢালছে। লটারী কিনতে গিয়ে একধরনের নেশার মধ্যে পড়েছে দারিদ্র মানুষগুলো।

এদিকে বিঘœ ঘটছে শিক্ষার্থীদের লেখা-পড়ায় । জানা গেছে কোমলমতি শিক্ষার্থীদের পিএসসি’র মডেল টেস্ট শুরু হয়েছে। এছাড়া জেএসসি’র মাদ্রাসা শিক্ষাথী ও বিভিন্ন মাদ্যমিক বিদ্যালয় গুলোতেও নানা ধরনের পরীক্ষা চলছে। এ অবস্থায় শেখপাড়া অঞ্চলজুড়ে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ ব্যহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
খোঁজ নিয়ে দেখা গেছে, রতিডাঙ্গা গ্রামের আশপাশে বাড়ি-ঘরের পাশে বিরাট যাত্রা প্যান্ডেলে নগ্ন নৃত্য-যাত্রা চলছে। যাত্রা দলের মালিক আলমগীর হোসেন জানান, তাদের ৪২জন স্টাফ রয়েছে। এদের মধ্যে ১৫ জন নারী শিল্পী, অভিনেত্রী রয়েছে। বসতি এলাকায় বেশ কয়েকদিন রিহার্সেলের পর যাত্রা পালা শুরু হয়েছে।

যাত্রাপালার আয়োজকদের মধ্যে একজন জানান, তারা জুয়া বা অশ্লীলতা হতে দিবে না । মেলার পাশাপাশি সামাজিক যাত্রাপালার আবেদনও করা হয়েছিল।

অন্যদিকে এ যাত্রাপালা কে কেন্দ্র করে আনা হয়েছে বিভিন্ন ধরনের জুয়া, যেখানে প্রতিরাতে লাখ লাখ টাকার হাতবদল হচ্ছে। যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে জুয়াড়ীরা আসছে জুয়ার আসরে।

শৈলকুপার ইউএনও মো: দিদারুল আলম জানান, নগ্ন নৃত্য বা কোন অশালীন যাত্রার অনুমতি দেয়া হয়নি, আনন্দমেলা চলতে পারে। বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো: মাহবুব আলম তালুকদার জানিয়েছেন শুধুমাত্র আনন্দ মেলার অনুমতি দেয়া হয়েছে। কোন অশালীন বা নগ্ন নৃত্য-যাত্রার অনুমতি দেয়া হয়নি। এসব বন্ধে উদ্যোগ নিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *