শৈলকুপায় আ’লীগ নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত, বার্ষিক পরীক্ষা স্থগিত
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে মঙ্গলবার সকালে মারধর করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। প্রতিবাদে শিক্ষকরা মঙ্গলবার অনুষ্ঠিত স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত করে বিচার দাবী করেছেন। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে স্কুলে পুলিশ মোতায়েন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া জানান, বাংলা পরীক্ষা শুরুর আগে নবম শ্রেনীর ছাত্র সাগর আনড্রেসে শ্রেনী কক্ষে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত শিক্ষক দেবাশিষ কুমার ওই ছাত্রকে বলেন স্কুলের পোশাক পরে এসো নয়তো প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আসো। ছাত্র সাগর বিষয়টি তার পিতা দুধসর ইউনিয়নের মেম্বর স্থানীয় আওয়ামীলীগ নেতা শফিউদ্দীনকে জানালে তিনি স্কুলে এসে প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে লাঞ্চিত ও সকল শিক্ষকদের গালিগালাজ করেন। এতে শিক্ষকরা অপমানিত হয়ে বার্ষিক পরীক্ষা গ্রহন না করার সিদ্ধান্ত নেন। এদিকে স্কুলের ১২’শ ছাত্র-ছাত্রীর বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। শিক্ষকরা শফিউদ্দীন মেম্বরের বিচার না হওয়া পর্যন্ত পরীক্ষা গ্রহন করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এদিকে বিষয়টির সুরাহা করতে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় জরুরী সভা আহবান করেছেন। ইউপি মেম্বর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিউদ্দীন শিক্ষক মারধরের কথা অস্বীকার করে বলেছেন, শিক্ষকরা আমাকে ভুল বুঝেছেন।
এ ব্যপারে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই আরিফুজ্জামান জানান, একটি অনাকাংখিত ঘটনায় স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
Ai amader sadhin bd.