Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় তিন বছরেও চালু হয়নি দু’টি ফেরি!

1 min read

শৈলকুপায় তিন বছরেও চালু হয়নি দু’টি ফেরি!

শৈলকুপায় তিন বছরেও চালু হয়নি দু’টি ফেরি!
শৈলকুপায় তিন বছরেও চালু হয়নি দু’টি ফেরি!

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক ও জনপদের দেওয়া দু’টি ফেরি তিন বছরেও চালু হয়নি। কোনো কাজ কর্ম ছাড়াই সরকারি বেতন ভাতা উত্তোলন করছে ফেরির কর্মচারীগণ। উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের খেয়াঘাটে ফেরি দু’টি অচল অবস্থায় পরে রয়েছে। এ বিষয়ে সরকারের নেই কোনো উদ্যোগ। এলাকাবাসীর সুত্রে জানা যায়, ২০১২ সালের প্রথম দিকে সড়ক ও জনপদ বিভাগ উপজেলার লাঙ্গলবাঁধ – নাদুরিয়া খেয়াঘাটে যানবাহন পারাপারের জন্য বগুড়া-মাদারীপুর থেকে দু’টি ফেরি নিয়ে আসে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে স্থানীয় বড় মহলের যোগসাজে ফেরি চালক মোজাম্মেল ফেরি চালু করেযানবাহন পারাপার করতে থাকে। রশিদ দিয়ে টোল আদায়ের নিয়ম থাকলেও বিনা রশিদে পারাপারকৃত যানবাহন খেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করতে থাকে। বিষযটি কতৃপক্ষ জানতে পারলে ফেরি চালক মোজাম্মেল হকের নামে বিভাগীয় মামলা দায়ের করে। সেই সাথে ফেরি বন্ধ হয়ে যায়। এদিকে কয়েক লাখ টাকা দিয়ে নির্মাণ করা ফেরি ঘাট ধবংশ হয়ে গেছে। ফেরি চালু না হওয়ায় এখানকার যানবাহণ ১’শ কিলোমিটার ঘুরে রাজধানী ঢাকাশহ দেশের বিভিন্ন শহরেও যাচ্ছে। এবিষয়ে বর্তমান সরকারের নেতাকর্মীদের নেই কোনো উদ্যোগ। দীঘৃদিন ধরে ফেরি দু’টি পরে থাকার কারণে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *