Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

শৈলকুপায় পরিত্যাক্ত দেশী রিভলবার ও চাপাতি উদ্ধার

1 min read
শৈলকুপায় পরিত্যাক্ত দেশী রিভলবার ও চাপাতি উদ্ধার

শৈলকুপায় পরিত্যাক্ত দেশী রিভলবার ও চাপাতি উদ্ধার

শৈলকুপায় পরিত্যাক্ত দেশী রিভলবার ও চাপাতি উদ্ধার
শৈলকুপায় পরিত্যাক্ত দেশী রিভলবার ও চাপাতি উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী রিভলবার ও চাপাতি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কানাপুকুরিয়া গ্রামের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ের কানাপুকুরিয়া গ্রামের আবুল বিশ্বাসের ছেলে মতিয়ারের বাড়ীর পাশ থেকে দেশীয় তৈরী একটি রিভলবার ও চাপাতি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ডাকাতি অথবা নাশকতার উদ্দেশ্যে উক্তস্থানে অস্ত্র নিয়ে বেশ কয়েকজন ওৎ পেতে ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *