Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

সদর হাসপাতালে ভিজিটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধন

1 min read

সদর হাসপাতালে ভিজিসদর হাসপাতালে ভিজিটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধনটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধন

সদর হাসপাতালে ভিজিসদর হাসপাতালে ভিজিটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধনটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধন
সদর হাসপাতালে ভিজিসদর হাসপাতালে ভিজিটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধনটরদের গেটপাশ পদ্ধতির উদ্বোধন

ঝিনাইদহ সদর হাসপাতালে রোগীর সাথে থাকার জন্য ভিজিটর গেটপাশ পদ্ধতি চালু করা হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির মাসিক সভা শেষে গেট পাশ পদ্ধতির উদ্বোধন করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব হোসেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: অপুর্ব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: এমদাদুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ সেলিম, বিএম এ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল চক্রবর্তী।
আনুষ্ঠানিক ভাবে এ পদ্ধতি উদ্বোধন করার মাধ্যমে রোগীর সাথে থাকার জন্য ভিজিটরদের গেট পাশ লাগবে। এ ছাড়া হাসপাতালে নির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময়রোগীর সাথে কাউকে থাকতে হলে অবশ্যই এই পাশ ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *